রবিবার ১২ ডিসেম্বর ২০২১ - ২১:১২
আয়াতুল্লাহ আব্দুল হুসাইন দাস্তাগায়েব শিরাজী

হাওজা / ইমামের (ওয়ালী ফকীহ) আনুগত্য করা ফকীহদের উপর ওয়াজিব।

আয়াতুল্লাহ আব্দুল হুসাইন দাস্তাগায়েব শিরাজী

প্রথমত ইমামের (ওয়ালী ফকীহ) আনুগত্য করা ফকীহদের উপর ওয়াজিব।

এবং তাদের (ফকীহদের) জন্য কর্তব্য হল মানুষকে ওয়ালী ফকীহর আনুগত্য করার জন্য উৎসাহিত করা।

জেনে রাখুন আজকে উম্মতের ইমামের (ওয়ালী ফকীহ) বিরোধিতা হচ্ছে যুগের ইমামের বিরোধিতা।

আজ এই ইমামের (ওয়ালী ফকীহ) সাথে মোকাবিলা যুগের ইমামের (আ:) সাথে যুদ্ধের সমতুল্য।

জেনে রাখুন যে আমাদের একটি নির্দিষ্ট বিষয় হল 'الراد علیہ کالراد علینا' "আল-রাদ আলায়হে কালরাদ আলাইনা" ফিকাহবিদকে প্রত্যাখ্যান করা মানে ইমাম মাসুমকে প্রত্যাখ্যান করা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha